রোনালদিনহো মোট গোল সংখ্যা কত ?
যুগের সাথে অনেক তারকা এসেছে ফুটবল জগতে । তারা ফুটবল কে খেলা নয়, শিল্পের পরিণত করেছেন। তারকাদের নাম উল্লেখ করতে গেলেই চলে আসে মেসি, নেইমার, ম্যারাডোনা, পেলে, কিলিয়ান এমবাপে, ক্রিস্তিয়ানো রোনালদো, রোনালদিনহো দের নাম। এই এত শত তারকাদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হলো রোনালদিনহো। তার কথা বলতে ফুটবলপ্রেমিকদের চোখের সামনে ভেসে ওঠে তার দেখানো ফুটবলের জাদু। তাই আজ আলোচনা করব রোনালদিনহো মোট গোল কত এবং তার কিছু রেকড নিয়ে।
রোনালদিনহো মোট গোল সংখ্যা কত ?
কথায় আছে রোনালদিনহো ফুটবলকে কথা বলা ছাড়া সবকিছু করিয়েছে । ফুটবল যেন ছিল তার একটা পোষা প্রাণী। তাই কথা না বলতে পারলেও যা বলতো তাই শুনতো।
তার কাছে গোল করা টা কোন ব্যাপার না, কারণ সে বল গোলে মারলে ফিরে আসার সম্ভবনা ছিল খুব কম।
তবে তিনি সেরা দের হতে পারতেন যদি ফুটবলের সাথে জরিয়ে থাকতেন ।
তাকে আমরা খুব কম সময় পাইছি ফুটবল জগতে । যানা যায় তিনি বিভিন্ন অসংঘতিক কাজের সাথে লিপ্ত ছিলেন। তাই তাকে সর্বকালে সেরা পেলার বলে দাবি না করা গেলেও তিনি যে এক জন ফুটবল জগতে নক্ষত্র সেটা অশিকার করা যায় না।
তিনি ১৯৯৭ সালে Uder 17 Team ডাক পাই ।রোনালদিনহো প্রোফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করে ১৯৯৮ সালে গ্রেমিও ক্লাবের হাত ধরে। তিনি ২০১৩ সাথে খেলা থেকে অবসার নেয় । তখন তার ন্যাশনাল টিমের হয়ে গোল ছিল ৯৭ ম্যাচে ৩৩ টি । তার পুরো ক্যারিয়ারে সর্ব মোট ২৮০ টি গোল করেন।
রোনালদিনহো এক ম্যাচে ২৩ গোল
১৯৮০ সালে ২১শে মার্চ জন্ম গ্রহন করেন রোনালদিনহো। বাবা ও বড় ভাই পেশা দার ফুটবলার হওয়ায় প্রয়োজন হয়নি কোন ফুটবল গুরু। বড় ভায়ের হাত ধরে শেখা তার ফুটবল খেলা। বড় ভাই ছিলে তার অনুপ্রেরণা নায়ক। ফুটবল কে আপন করে শিখেছিলে রক্ষণাবেক্ষণ কৌশল এবং মারাত্মক আক্রমণ ভঙ্গি।
৭ বছর বয়স থেকে খেলা শুরু করেন রোনালদিনহো। আর ১৩ বছর বয়সে আলোচনার শিরনামে আসেন এক লোকাল ম্যাচে ২৩ গোল করে । তখন তাকে ব্রাজিলে সব থেকে ইয়ং ট্যালেন্ট আখ্যায়িত করা হয়।